জীর্ণ খাতায় একটি পাতায় বড্ড অবহেলায়
কয়টি লাইন হীরের মতো জ্বলজ্বল করে জ্বলে—
“‘হূর পরি’ আমার আদরের মেয়ে।
আমি ওকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি।
তাই, ওর মুখ সব সময় আমার মনের মাঝে আঁকা থাকে।
আমি ওকে ছেড়ে মরণ ছাড়া কোথাও যেতে পারব না।
I ❤️ Gহান।”
একটি মায়ের হৃদয় নিঙড়ানো নির্যাসটুকু পাতায়,
হয়তো এমন বহু লেখা রয়েছে হৃদয় খাতায়!