এই কথাটি নিত্যদিন ভাবিয়ে আমায় মারে
মনুষ্য এই সমাজে মানুষ বলি আজ কারে!
মানুষের মতো গঠণ হলেই কি মানুষ বলা চলে?
বিবেক-বুদ্ধি মানবিকতা যে পায়ের নিচে দলে!
নিজের চিন্তা যে করে শুধু, নিজেকে নিয়ে মাতে
বলো! কেমনে হবে তার তুলনা মানবের সাথে।
প্রেমের ফুলবাগিচায় যে চালায় স্টিম রোলার
নিজেকে মানব বলার নেই কোনো অধিকার।
পরার্থে যে বিলিয়ে দেয় নিজের শান্তি-সুখ
নিজেকে যে ব্যথিত ভাবে দেখে অন্যের দুখ;
সেই তো হলো মানবকুলের ধন্য মানব-সন্তান
সত্য ও সুন্দরের জন্য যে বিলিয়ে দেয় প্রাণ।
ভোগ-বিলাসের কারাগারে যে হয় না কভু বন্দি
শেয়াল-শকুনের সাথে যে করো নাকো সন্ধি;
হৃদয় ভরপুর যাদের প্রেম-প্রীতি ও করুণায়
তাদেরি কেবল প্রকৃত প্রস্তাবে মানুষ বলা যায়।
২৮/১১/২০২০ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ