মানবরূপী দানবে ভরে গেছে দেশ।
কোলের কন্যাশিশু থেকে বয়ঃসন্ধিকালের কিশোরী
কেউ-ই নিরাপদ নয় আজ।
যে নবপরিণীতার হাতের মেহেদির রং এখনো মোছেনি
মুছে যাচ্ছে তার ভাগ্যরেখা
হায়েনাদের ধারালো দাঁত ও নখের আচঁড়ে।
আজ আমার দেশমাতৃকা আর নিরাপদ নয়
সীতার বস্ত্র হরণের মতো ওরা দেশমাতৃকাকে করছে বিবস্ত্র।
ওদের হিংস্র থাবায় শিকারে পরিনত হচ্ছে
একের পর এক নিরীহ মা-বোন, হারাচ্ছে সম্ভ্রম।
বুনো উল্লাসে মেতে ক্ষত-বিক্ষত করে দিচ্ছে নিতম্ব-ঠোঁট।
ক্ষুধার্ত শেয়াল-কুকুরের মতো ওরা খুবলে খাচ্ছে স্তন-যোনি।
ওদের রক্ত পিপাসা মিটবে কি? ছিঃ ছিঃ ছিঃ!
রাস্তার কুকুরেরাও নাকি আজকাল নেড়ি কুকুরকে বলে
ভয় নেই তোমার, একাই নির্ভয়ে পথ চলো রাত- দিন
আমরা কুকুর। আমরা মানুষ না!
কামের কাছে নিজের বিবেক-বুদ্ধিকে বন্ধক দিয়ে
নিজেকে সভ্যতার কোন আদিম গুহায় নিক্ষেপ করেছিস
ভেবে দেখেছিস কি? ছিঃ ছিঃ ছিঃ!
ঘৃণা আর ধিক্কার প্রকাশের ভাষা নেই;
মানুষ নামের অমানুষ তুই।
তুই সর্বভুক জানোয়ার।
তোর কাছে নিরাপদ নয় তোরি মা-বোন-সন্তান
তুই মানুষেরি অপমান।