আমি ইট-চাপা হলদে ঘাস, আকাশ দেখা হলো কই!
বুকে বইছে ব্যথার নদী, ব্যথার ঢেউয়ে মাতাল রই!
আমি কানাবগির মুখের দুর্বল পুঁটি, ছটফট করি মরণে
শত চেষ্টায়, পাই না খুঁজে ঠাঁই, দুঃখিনী মায়ের চরণে।
দেখি দূরের নীলাভ আকাশ, ছোঁয়ার মতো সাধ্যি নেই,
উঁকিঝুঁকি মেরে ক্লান্ত ভীষণ, অবশেষে হারালাম খেই।
বইছে আজি পুবাল হাওয়া, রঙিন ঘুড়ি উড়ছে না,
আকাশটা আজ সিঁদুররাঙা, ব্যথার বাগান পুড়ছে না।
বুকে নিয়ে অপূর্ণ সাধ, নিঠুর মরণে মরি যদি,
ইচ্ছেরা সব মেলে ডানা, পাড়ি দেবে ভৈরব নদী।
জীবন তবে পাবে মুক্তি, ইট-পাথরের ফাঁদ থেকে,
এবং আত্মা ছাড়া পাবে, লাইফের কাঁধ থেকে।
বেলাশেষে বোঝা গেল— লাইফটা তো জীবন নয়!
দিনে দিনে সোনার জীবন অগোচরেই হচ্ছে ক্ষয়!
০৪.১২.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।