কোনো এক গোধূলি বেলায় খুব নিরালায়
দাঁড়িয়ে ছিলাম বালুকা তটে,
স্মৃতিরা দিয়ে হামাগুড়ি করল প্রবেশ
একলা আমির মানসপটে।
শৈশব থেকে আজ অবধি বহু কালের
হাজারো স্মৃতির মেলা,
বালুকা তটে আনমনা আমার সাথে
খেলছিল হরেক খেলা।
বললাম আমি— তোমরা কারা চিনি না,
আমার থেকে দূর হয়ে যাও!
স্মৃতিরা বলল হেসে— বুঝি সবি,
ভুলে থেকে মিথ্যে-মেকি সুখ পেতে চাও।
বললাম— বিষের ছুরি মারছ কেন
আমার এই হৃদয় কোণে?
বলল স্মৃতি— কী যে বলো! ভয় কেন
আমায় নিয়ে তোমার মনে?
— সবকিছু ভুলে থাকি, জীবন হয়তো বাকি
রয়েছে আর কিছু দিন,
তাই তো পালিয়ে থাকি তোমার থেকে,
তোমার কাছে বড্ড যে ঋণ।
মাফ করে দাও, ছেড়ে দাও আমায় তুমি,
থাকতে চাই আমার মতো,
ফিরে আর ডেকো নাকো, যাও ভুলে যাও
পাওনা কড়ি পাবে যত।
৩০.০৮.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।
কত আর পালিয়ে বাঁচি
শফিকুল ইসলামের কবিতা