সময়ের ফ্রেমে বাঁধা ছোট্ট এ জীবন
পারে কেহ থামাইতে ছুটন্ত এ ট্রেন?
প্লাটফর্মে অল্পক্ষণ দাঁড়ায় সে এসে
ছাড়ে ট্রেন হুইসেল বাতাসেতে ভাসে।
সময়ের মূল্য বুঝে ধরে যারা ট্রেন
চুকাইতে পারে তারা সব লেনদেন।
যদি কেহ ভুলে যায় ট্রেন শিডিউল
জীবনের খেরো খাতা— ভুল শুধু ভুল।
যাত্রী মোরা ভিন্ন ভিন্ন, ভিন্ন যাত্রা পথ
ভিন্নভাবে যাচ্ছি টেনে জীবনের রথ।
যেতে হবে একখানে আজ-নয়-কাল
যেতে হবে ছাড়বে না নিয়তির জাল।
পারের যা কঁড়ি তুমি সাথে নিয়ে যাবে
যাত্রাপথে সেইরূপ মাত্রা তুমি পাবে।
পরীক্ষায় ভালো ফল হলে পরে ভবে
হাশরের মাঠে তুমি শেষ রক্ষা পাবে।
অর্জন যেমন যার মূল্য তার তা-ই,
ভবে তুমি এলে শুধু দিতে পরীক্ষা-ই।
কর্মফল মতো তুমি পাবে পুরস্কার,
ভোগ করো সেই ফল যেমনটা যার।
০৮.০১.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।