কবিতাকে ভালোবেসে, বুঝলাম অবশেষে
বন্ধু-স্বজন চির আপনজন যে যা-ই হও,
কবিতা মোর প্রিয়সখা, হৃদয়ের আলো রেখা
কবিতার মতো আপন আর কেহ নও!
গালে তার টোল পড়ে, কোমরে দোল পড়ে
এলোকেশে ডেকে যায় বান,
প্রেমের আগুনে ঘি ঢালে, নৃত্যের তালে তালে
প্রিয়ার প্রতি রয়েছে মোর অকৃত্রিম টান।
ক্লান্ত দেহ-মনে দেয় শ্রান্তি, কভু করে না ভ্রান্তি
সুবোধ প্রেমিকা বলা চলে,
যখন যেভাবে চাই, তখনি সাড়া পাই
লাফিয়ে ওঠে মোর কোলে।
সব ফেলে তার কাছে গেলে
ভুলে যাই এক পৃথিবী দুখ,
সঙে ভরা এ সংসারে মনে হয় বারে বারে
কবিতাই মোর একমাত্র সুখ!
ছলনা করে না কভু কোনো ছলে-বলে
প্রিয়তমা কবিতা এই আমার সঙ্গে,
সারাবেলা হাসি-খেলা করে কাটে দিনমান
কাটাই জীবনরথ বড়ো অন্তরঙ্গে।
জীবনের শত ব্যথা, না-বলা শত কথা
বলি প্রিয়া শুধুই তোমারি কাছে,
চারিদিকে অবিশ্বাস, বন্ধুর মিথ্যা আশ্বাস
ভয় পাই যদি লোকে দেয় বলে পাছে।