কবিতা তুমি নও শুধু ষোড়শীর মোহনীয় বুক
সাহসী সৈনিকের লাগামছাড়া নগ্ন বারুদ।

কবিতা তুমি নও শুধু পরাজিত কুকুরের করুন ঘেউঘেউ
জিও ব্যাগের বাঁধ ভাঙা পাগলাটে ঢেউ।
কবিতা নয় শুধু মাসুদ অরুনের " রক্ত দিয়ে শোধিব ঋণ"
দ্রোহের আগুনে পুড়া আড়াই আঙুল জমিন।


কবিতা তুমি হেলাল হাফিজের কবিতা
" নিউট্রন বোমা বোঝো, মানুষ বোঝো না!" জ্বালাময়ী দুলাইন,
কবিতা তুমি বীর শহিদের রক্তের ঋণ।
কবিতা তুমি প্রতিশোধের নেশায় গর্জে ওঠা ফুলনদেবীর হাতিয়ার,
ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার কোটি জনতার কণ্ঠস্বর।
কবিতা সে তো ধ্রুপদী আকাশ, অবাক দেশপ্রেম, বেদনার নীল,
কবিতা হলো প্রেম-বিরহ, বিদ্রোহ, মানবিকতার দলিল।

সে তো রাজনীতির ডান-বাম
সে তো জীবনের আরেক নাম!