কালের কালিতে লেখা
— শফিকুল ইসলাম
কালের কালিতে হৃদয়ের আখরে লিখে গেলাম
এক মর্মন্তুদ অপ্রিয় সত্যকথন—
‘মানুষ বড্ড একা!’
স্ত্রী-সন্তান-পরিজন
দিনশেষে কেউই কারো নয়।
যন্ত্রণা—কষ্ট—হৃদয়ের আহাজারি
আর মন কেমনের সঙ্গী কেউ হয় না; হয়নি কোনোদিন।
আমরা হৃদয়ের অপূর্ণতা হৃদয়েই দাফন করে স্মৃতিফলকের মতো ঠাঁই দাঁড়িয়ে রই জীবনের চোরাগলিতে!
ক্লান্ত পথিক হয়তো স্মৃতিফলকের দিকে তাকিয়ে মনের অজান্তেই বলে ওঠে— ‘ ঈশ, লোকটা বড্ড ভালো ছিল!’
১৯.০১.২০২৫ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।