বেদনার বিষে আমি হয়েছি যে নীল
সুখকে ছোঁ-মেরে নিয়ে গেছে দুষ্টু চিল।
ছোট্ট সুখ-ঢিল ছুড়ে দুঃখের সাগরে
কেবা জলে সুখ-ঢেউ দোলাইতে পারে?
বেদনাকে সাথি করে আছি মিলেমিশে
দুঃখ জানে নাকো আমি দুখী হই কীসে!
যত চাও দাও তুমি, দাও মোরে কষ্ট
কষ্টরাই জানে আমি— আগে থেকে নষ্ট।
নষ্ট আর কতইবা কেউ নষ্ট করে
দুঃখ-ভরা কলসিতে কত দুঃখ ধরে!
ভাবি বসে এ জীবনে সবি হলো মিছে
সুখ ধরা দিলো কই, ছুটে পিছে পিছে!
দৌড়ে দৌড়ে এ জনমে জন্ম হলো বৃথা
বেলাশেষে বোধে এলো চিরন্তন কথা।
পূর্ব-রবি পশ্চিমেতে অস্ত চলে গেলে
যেতে হবে নিজাগারে সব কিছু ফেলে।
দুনিয়ার রঙে মেতে আছি মোরা বেশ
ঘুমঘোর ভেঙে দেখি শেষ সবই শেষ।
০৩.০১.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।