নিজের শীর্ণকায় পিঠ দিয়ে সূর্যকে আড়াল করেছি
বুক দিয়ে ঠেকাতে চেয়েছি ঝড়-ঝঞ্ঝা
দুহাতকে ছাতা বানিয়ে রুখতে চেয়েছি বৃষ্টিকে
আমার সর্বস্ব দিয়ে সংসারকে বাঁচাতে চেয়েছি
রোদ-ঝড়-বৃষ্টি থেকে।
কখন যে সংসারের মায়াজালে আটকে গেছি
টেরই পায়নি আমি।
ক্ষমা করুন, হে অন্তর্যামী!


প্রিয়জনের জন্য সুখ-শান্তির বন্দোবস্ত করতে
মাথার ঘাম পায়ে ফেলেছি
মেরুদণ্ডকে বাঁকা করেছি
ওলকচুর দরে বিক্রি করেছি আমার মগজ
মস্তক অবনত করেছি মনুষ্যত্বহীনের কাছে।
সংসারের অদৃশ্য মায়াজালে আষ্টেপৃষ্টে আটকে পড়েছি
টেরই পায়নি আমি।
ক্ষমা করুন, হে অন্তর্যামী!

জীবনের সাদা দুধে ঢেলেছি জল।
বিবেক-বুদ্ধিকে অর্থ-বিত্তের কাছে বন্ধক দিয়ে
মনের কথা না-শুনে তোতাপাখির মতো—
শিখানো বুলি আওড়ে গেছি আজীবন।
জীবনের ঘানি টেনে টেনে ক্লান্ত এই কলুর বলদ
হয়তো শুনবে— "আমাদের জন্য কী এমন করেছ তুমি?"
জীবনের কাছে আজ হেরে গেছি আমি।
ক্ষমা করুন, হে অন্তর্যামী!

১৪.০৩.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।