রোহিঙ্গা ক্যাম্পেও রয়েছে প্রাণের উচ্ছ্বাস
রয়েছে প্রেম, রয়েছে ভালোবাসার আবেগ,
কিন্তু তোমার আলো ঝলমল শহরের আকাশে
ঘনিয়ে আছে বিষাদের কালো মেঘ।
ইট-পাথরের দেয়ালের ওপাশে রাতের আঁধারে
ডুকরে কাঁদা বন্ধি মন তোলে কান্নার ঢেউ,
নিয়ন আলোর ঝলমলে আভায় প্লাবিত ফ্ল্যাটে
হৃদয়ের বোবা কান্না দেখার নেই কেউ।
আছে ওয়াচম্যান, আছে সিসি ক্যামেরা
মনের খোঁজ রাখার আপনজন নেই কেহ,
জীবনের সাধ তবে মিটলো কই আর
এর চেয়ে তো জেলেপাড়ার ঝুপড়িই শ্রেয়।
২৪.১২.২০২০ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।