জাগো জনতা জাগো!
দুয়ারে দাঁড়ায়ে কড়া নাড়ে সেই মাহেন্দ্রক্ষণ,
দেশবাসীর দীর্ঘদিনের স্বপ্ন হবে যে পূরণ।
চক্ষু মেলিয়া চাহিয়া দেখো আকাশে উঠেছে রবি,
দীপ্ত রবির কিরণে দেখো সোনালি স্বপ্নের ছবি।
জাগো জনতা জাগো!
এবার স্বপ্ন পূরণের পালা,
সবাই গাও বিজয়ের গান, ভাঙিয়া রুদ্ধদ্বারের তালা।
হাতে হাত রেখে এগিয়ে যাও স্বপ্ন পূরণের পথে
স্বপ্ন এবার বাড়ি যাবে চড়ে খুশির রথে।
জাগো জনতা জাগো!
ফিরবো না মোরা খালি হাতে রেখেছি এ বাজি,
স্বপ্ন পূরণের লড়াইয়ে চলো ঝাঁপিয়ে পড়ি আজি।
"সোনার বাংলা" গড়ব মোরা, করব বাস্তবায়ন
দেশের আপামর জনগনের মনেপ্রাণে এই পণ।
জাগো জনতা জাগো!
দল-মত পিছনে ফেলে সামনে এগিয়ে চলো,
উচ্চস্বরে বীরের মতো "জয় বাংলা" বলো।