লাজুকেরা জাদুঘরে, বেহায়ারা রাস্তায়,
পান্তায় ঘি ঢালি, সস নাই পাস্তায়।
কলিকালে ওলি সাজে খুন আর ধর্ষণে,
বিয়ে-শাদির বালাই নাই, মা হয় ঘর্ষণে।
মিডিয়াতে বুক ফুলিয়ে মাঠ করে গরম,
হায় আল্লাহ্, এসব দেখে কুত্তা পায় শরম!
মাটি তুমি ফাঁক হও, ঢুকে যায় লজ্জায়,
শয়তানের শয়তানি মিশে গেছে মজ্জায়।
সিনেমার মতো ফি বছর রিলিজ হয় বেবি,
তাই না দেখে পাবলিকে মজা লোটে হেবি।
লাজলজ্জা নাই তোমার, হে দেশের আইকন!
সিম লাগাও কাছে পেলে সস্তার আইফোন?
কী শিখবে তোদের থেকে আগামীর শিশু,
বাঙালি মজা লোটে পেয়ে নয়া ইস্যু!
এভাবেই চলবে চলুক, চলুক চিরকাল
ইস্যুর টিস্যুতে মুছে যাক দেশের ভাল।
০২.১০.২০২২ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।