হৃদয় বলতে নেইকো তোমার কিছু?
তবু আমি হাঁটছি পিছু পিছু।
তবু আমি হাঁটছি কীসের আশে
অন্য কেহ তোমার হৃদয় পাশে!
তবে কি গো আমিই অবুঝ প্রেমে
তুমি আছ স্বচ্ছ কাচের ফ্রেমে;
যায় না ছোঁয়া, চেয়ে দেখি চক্ষে
এত ব্যথা সহে না আর বক্ষে।
ব্যথার নদী সাঁতরে সাঁতরে এসে
বড্ড ক্লান্ত হলাম অবশেষে।
তুমি আজি অন্য কারো হলে
আমি তবে ভেসেই যাব জলে!
ভাসতে ভাসতে ছেড়েই দেব আশা
শেষ হবে আজ মরা কাঠের ভাসা।
শেষ হবে আজ ব্যর্থ প্রেম-কাহিনি
নাইবা মানো, নাইবা আমি মানি।
০১.১০.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।