স্মৃতিতে গ্লাস ক্লিনার স্প্রে করি প্রতিদিন
নরম সাদা কাপড় দিয়ে ঘুষি সারাক্ষণ
তবুও স্মৃতিতে ধুলি পড়ে।
হে মহাকাল! একটু সদয় হও।
যে স্মৃতি নিয়ে আমি বেঁচে আছি
সে স্মৃতি তুমি নিয়ো না কেড়ে।
বিবর্ণ বর্তমানকে আমি রাঙাতে চাই
অতীতের সোনালি স্মৃতিতে।
পানসে এ জীবনের বাকি পথ পাড়ি দিতে চাই
অতীতের রঙিন বসন্তদিনের কথা ভেবে।
বার বার বুকে বিধছে বাস্তবতার খঞ্জনি
হৃদয়ের সফেদ জমিন হয়ে যাচ্ছে লাল।
নিন্দুকের ছুড়া অভিশাপের বানে
যখন আমার পৃথিবীর বাতাস হয়ে যায় বিষাক্ত
চোখ বন্ধ করে চলে যেতে চাই নির্মল অতীতে
বুক ভরে নিতে চাই নিঃশ্বাস।
নিষ্ঠুর বাস্তবতার করাতকলে যখন আমি চৌচির
বাস্তবতাকেই দুঃস্বপ্ন বলে ভুলে গিয়ে
সুন্দর অতীতকেই বাস্তব বলে ভেবে নিই।
হে মহাকাল! তুমি সদয় হও।
অতীতের স্মৃতি তুমি নিয়ো না কেড়ে।
বর্তমানের আগ্নেয়গিরিতে তুমি একা ফেলে যেয়ো না।
যেদিকে তাকায় দেখি শুধু রং করা পুতুল
অবিশ্বাসীদের মাঝে ফেলে যেয়ো না।