অবশেষে তোমায় পেলাম আজি
তোমায় পেলাম বড্ড অবেলায়,
জাহান্নম নিয়ে ঘুরছি হাতের তালুয়
কী আর সুখ দেবে কালবেলায়!
সকালকে গিলে খেয়েছে অদ্ভুত আধাঁর
সূর্য সে-তো রইল আড়ালেই,
সুখ তুমি যোজন-যোজন দূরে
আরও দূরে যাও দুহাত বাড়ালেই।
আমি ক্লান্ত-পরিশ্রান্ত পথিক এক
পারব কি হাঁটতে জীবনের বাকি পথ,
আজীবন তুমি অধরাই রয়ে গেলে
টানলাম শুধুই সুখের উলটো রথ।
গোটা জীবন গোটাই দুঃখবাদী
ওহে জীবন— তুমি বড্ড বেইমান,
লোকদেখানো সুখের আস্তর
কাষ্ঠহাসির আড়ালে ব্যথিতপ্রাণ।
২৫.০৪.২০২২ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।