আয় ভাই ড্রেসকোড মেনে করি চাকরি
মনে হয় কোট-টাই বাড়া ভাতে আকরী।
আয় সুখ বিকিয়ে দে মোহরের লোভেতে
জ্বলে মর আজীবন দুখ আর ক্ষোভেতে।

কানে কানে শুনি রোজ ক্যারিয়ার মন্ত্র
মানুষ না, হয়ে গেছি ঠিকঠাক যন্ত্র।
প্রেম-প্রীতি ভালোবাসা কয়লার দাঁড়িতে
আমি আছি মহাসুখে বড়ো ফ্ল্যাট বাড়িতে!

ওর অত বড়ো জব ছোটো জব করি যে
ক্যারিয়ার ক্যারিয়ার করে করে মরি যে।
আধপেটা রয় যারা ঝুপড়িতে ঘুমিয়ে
জীবনটা উপভোগ করছে যে চুমিয়ে।

ক্যারিয়ার সব দিলে সুখ দিতে পারোনি
দিনশেষে বলে যাও— তুমি আজ হারোনি!
ক্যারিয়ার কার্পেটে হেঁটে হেঁটে ক্লান্ত
দেখলাম জীবনটা হয়ে গেছে ম্লান তো।





৩০.০৯.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।