মরুপথের তৃষ্ণার্থ পথিক আমি—
বার বার জল ভেবে মরীচিকার কাছেই ছুটে গেলাম।
তৃষিত প্রাণ জলের আশে
সাইমুমে গেল ফেঁসে।
তবে কি একটা ‘গোটা জীবন’ জলহীন যাবে!