সাঁঝের বাতি জ্বেলে দেবে কে?
অন্ধকারে ধুঁকছি একা যে!
রাতের কালো দূর করো এসে,
আঁধার কালোয় যাচ্ছি যে ভেসে।
একলা একা শূন্য চারিদিক
বৈঠা হারা সাম্পানের নাবিক।
যাচ্ছি ভেসে স্রোত যেদিকে যায়,
ক্যামনে বলো তীরের দেখা পাই।
দুপুর রোদে হাটছি মরূপথ,
পায়ের নিচে তপ্ত বালুর রথ।
তৃষিত প্রাণ রয় পানির আশে
মরীচিকা শুধুই আশেপাশে।
জীবন যেন হচ্ছে জটিল আজ
ঘনিয়ে আসছে যত সাঁঝ।
সাঁঝের বাতি জ্বেলে দেবে কে?
অন্ধকারে ধুঁকছি একা যে!
ধুকড়ি জীবন আর কতকাল
পার করো মোরে— হে মহাকাল।
২২.০৩.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।