ইট-পাথরের আলো ঝলমল প্রাণহীন শহরে
তুমি-আমি এসেছিলাম সাজাতে সংসার,
বাঁধলাম শুধুই মিছে মায়ার খেলাঘর
রঙিন স্বপ্ন শত হলো চুরমার।
ঘর ভরালাম তারার আলো জ্বেলে
আকাশের চাঁদ এনে তোমায় দিলাম উপহার,
তবুও ও ঘর শূন্যই রয়ে গেল
সাজানো হলো না শখের সংসার!
ফ্রিজ, টিভি, দামি গহনা, রাজকীয় আসবাব
মেঝে-দেয়ালে কারুকার্যের শোভা, পরিপাটি পাকঘর,
চারিদিকে আভিজাত্যের এতো সমাহার
তবুও হলো না বাঁধা সুখের সংসার।
প্রত্যাশা আর প্রাপ্তির অসম সমীকরণে আজ
বিষাক্ত হয়ে উঠেছে দামি এসির বাতাস,
চারিদিকে সুখী হবার এতো আয়োজন
তবুও চলছে যেনো নীরব হা-হুতাশ।
জীবনের কাছে এসে বুঝলাম অবশেষে
এতোদিন শুধুই মিছে বেঁধেছি খেলাঘর,
জীবনের শত রং, সুখে থাকার ঢং
ভালোবাসা ছাড়া যায় কি গড়া সুখের সংসার?