ফুটবল! ফুটবল! চারিদিকে শুনি একই সুর,
ব্রাজেন্টিনা ফাইনাল খেলবে, সে-তো বহুদূর।
স্যাটেলাইটে খেলা দেখব ভরবে চিত্ত-মন,
সে আনন্দে থাকব খুশি জানি অনেক ক্ষণ।
খেলা থাকবে খেলার জায়গায় এইতো সহজ বুঝি,
তবে কেন সাপোর্ট নামে ঝগড়া বিবাদ খুঁজি।
এ কেমন পাগলামি বলো করছি মোরা সবে,
"কোপা" ক্যামনে আপন হলো খোঁজ নিল কবে।
কোপায় মেতে কোপাকুপি সে কি শোভা পায়?
যেমন দৃশ্য দেখল মানুষ ওই ব্রাহ্মণবাড়িয়ায়।
মানুষ কি হায় রোবট হলো, নাই কি বিবেক-বোধ?
সাপোর্ট নামে এত মেতো না— এটাই অনুরোধ।
ভাইয়ে ভাইয়ে কোপাকুপি যা-ইচ্ছে গালাগাল,
ফুটবল উন্মাদনা শেষ হবে, থাকবে না আর কাল।
কটু কথা, মনের ব্যথা রয়ে যাবে মুছবে না,
জানি এ কথা কিছু কিছু আবাল পাব্লিক বুঝবে না।
সুসম্পর্ক নষ্ট করছ কোপার খেলায় মেতে,
নিজেই পড়ছ চরম ধরা নিজ পাপের জাল পেতে।
ইহকাল-পরকাল দু-ই নষ্ট ভেবো ঠান্ডা মাথায়,
নিজেই করছি নিজের ক্ষতি ব্রাজেন্টিনা কোথায়!
এসো তবে শপথ করি হাত রেখে হাতে,
খেলার খেলা শেষ করি, খেলা শেষের সাথে।
১০.০৭.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।