বিশের বিষ অনেক সয়েছি
বেড়েছে অনেক ক্ষুধা,
একুশ তুমি— এসো তবে
পেয়ালায় ভরে সুধা।
করোনা ছড়িয়েছে মৃত্যুভীতি
স্বপ্নের থালায় ছাঁই,
ধুয়ে-মুছে দিয়ে জঞ্জাল
এসো— একুশ, ভাই।
পার্কের বেঞ্চে নেই যুগল
সিনেমা হল ফাঁকা,
কচ্ছপ গতিতে চলছে এগিয়ে
বিশ্ব অর্থনীতির চাকা।
করোনা কেড়েছে বহু প্রাণ
মায়ের কোল শূন্য,
করোনা তুমি কীসের প্রতিদান
পাপ না কি পুণ্য?
নতুন বছর, নতুন আশা
আশায় বাঁধি বুক,
জ্বালবে একুশ সুখের মশাল
হটিয়ে দিতে দুখ্।
একুশ প্রাপ্তির বৃষ্টি নামাক
দূর করুক খরা!
প্রত্যাশা-প্রাপ্তির সরল অঙ্কে
ভরে উঠুক ধরা!
২৯.১২.২০২০ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।