সুখের আশায় জাহাজ ভাসায়
দূরের সমুদ্দুরে,
ঝড়ের তোড়ে দিশেহারা
বেড়ায় নাবিক ঘুরে।
চারিদিকে তার অথই জল
দিগন্তে মেঘ কালো,
শত আলোর ঝলক তবু
নেইকো আশার আলো।
একলা একা ক্লান্ত নাবিক
নেইকো কাছে কেউ,
চারিধারে আছড়ে পড়ে
পাহাড়সম ঢেউ।
জাহাজ থেকে লাফায় নাবিক
হয়েছে জাহাজ ফুটো,
সাঁতরে নাবিক ক্লান্ত ভীষণ
পায় নাকো খড়কুটো।
ভীষণ চেষ্টা বাঁচার তেষ্টা
বাঁচবে কেমন করে,
অকূলপাথার কে আছে তার
বাঁচাবে হাত ধরে।
জীবন সাগর, মানুষ নাবিক
জীবন-যাপন ঝড়ে,
দো-জাহানের মালিক খোদা
রক্ষা যেন করে!
১৮.০৪.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।