বেদনার দংশনে নীল হৃদয় নিয়ে—
একাকিত্বের যন্ত্রণায় কাতর মন নিয়ে—
তোমাকে অভিশাপ দিলাম,
তোমার করোনা হোক।
একাকিত্বের যন্ত্রণায় ছটফট করে
তুমি ঠিকই বুঝতে পারবে— একাকিত্ব কী?
তখন বুঝবে— তোমার একাকিত্বে কতটা জ্বলি
কীভাবে তোমায় ছাড়া একাকী চলি!
একাকিত্বের যন্ত্রণায় কাতর মন নিয়ে
তোমাকে অভিশাপ দিলাম,
করোনা তোমারি হোক,
একাকিত্ব তোমার সঙ্গী হোক।
আমি তো নই তোমার কাছের লোক।
ধ্রুপদী অস্পষ্টতা তবে দূর হোক
বুঝুক লোকে আমি তোমার কত দূরের লোক।
০৫.০১.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।