এক তীব্র হাহাকার নিয়ে আমার মৃত্যু হবে
— শফিকুল ইসলাম

জানি, এক তীব্র হাহাকার নিয়ে আমার মৃত্যু হবে
ওলকচুর দরে মেধা-মনন বিক্রির হাহাকার
মনুষ্যত্বহীনের কাছে মস্তক অবনত করার হাহাকার
একটি রুটির বিনিময়ে জীবন-যৌবন বিক্রির হাহাকার
নিজের সর্বস্ব দিয়েও স্বজনদের খুশি করতে না পারার হাহাকার।
তোমাকে আমার করে না পাবার হাহাকার!

জানি, এক প্রচণ্ড হাহাকার নিয়ে আমার মৃত্যু হবে।
আমি যেন আশির দশকের বাংলা সিনেমার সুন্দরী সাইড নায়িকা;
আমার ইজ্জত নিতে তাড়া করছে লম্পট ভিলেনের দল।
পিছনে ভিলেন, সামনে খরস্রোতা নদী;
ইজ্জত বাঁচাতে জীবনকে তুচ্ছজ্ঞান করে দিচ্ছি নদীতে লাফ।
আমি একটু একটু করে মরে যাচ্ছি;
ইজ্জত বাঁচাতে জীবন বলিদানের এই হাহাকার নিয়ে আমার মৃত্যু হবে।

অথচ দেখো, অনেকে ইজ্জতের বিপণী বিতান খুলেছে;
প্রচুর বিক্রি-বাট্টা,  প্রতি মাসে উদ্‌যাপন করছে বেজন্মার জন্মদিন।

জানি, এক তীব্র হাহাকার নিয়ে আমার মৃত্যু হবে
এ হাহাকার কেউ শুনতে পাবে না
মাটির সাথে মিলিয়ে যাবে;
যেমন দূর থেকে দূরে মিলিয়ে যায় ছুটন্ত ঘোড়ার খুরের আওয়াজ।
একদিন মাটিতে মিলিয়ে যাবে আমার দেহ,
কোনো একদিন এভাবেই বিদায় নেব, প্রিয়!

১৮.০৮.২০২৩ খ্রি.
মেহেরপুর, বাংলাদেশ।