যে আহত পাখি ছটফট করে নিদারুণ যন্ত্রণায়
সে পাখি ভুলে যায় যন্ত্রণা সময়ের ব্যবধানে,
পাখির ঝাঁক যতই উড়তে থাক দূর আকাশের নীলে
নীড়ে ফিরে আসে, আসতেই হয় গোধূলি লগনে।
ফ্রেমে বাঁধানো রঙিন ছবি দিনে দিনে হারিয়ে রং
শতবর্ষী বৃদ্ধের মতো হারিয়ে ফেলে জীবনের মানে,
বয়ে চলা নদী দিবা-নিশি নিরবধি স্রোতের টানে
চলতেই থাকে চলতেই হয় দূর মোহনার পানে।
প্রেমে বাঁধা মন সারাক্ষণ বিভোর প্রিয়ার প্রেমে
সময়ের ব্যবধানে স্বার্থের প্রলোভনে ভোলে সবকিছু,
যদিও প্রেমের আবেগ মনসমুদ্রে তোলে ঝঁড়ো বেগ
তবুও সবি ভুলে যেতে হয়- নিতে জীবনের পিছু।
জীবনে চলার পথে কতশত জন হয় প্রিয়জন
চলতে থাকি, থামি না চলার পথে জীবনের বাঁকে,
জীবন চলতে থাকে জীবনের চিরায়ত নিয়মে
শত মধুরস্মৃতি কালের ধুলোয় অনাদরে পড়ে থাকে।