বিবাহ সম্পর্কে ইসলামি শরিয়তের যুক্তি
বিবাহ হলো আনুষ্ঠানিক ও দৃঢ় বৈবাহিক চুক্তি।
সামাজিক প্রক্রিয়ায় করতে আবদ্ধ যৌনজীবন
নর-নারীর উপযুক্ত সময়ে বিবাহ প্রয়োজন।
অবিবাহিত দুজন নর-নারীর যৌনক্রিয়া- জিনা
এ ধরণের যৌন সম্পর্ক সমাজের চোখে ঘৃণা।
জিনা কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না
কুরআন বলছে তোমরা জিনার ধারে কাছেও যেয়ো না।
আমরা বলি- প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়
কুরআন বলছে, প্রচলিত প্রেম পাপের অতলে ডুবায়।
প্রেম সে তো মরীচিকা মিছে কিছু আশা
প্রেম করা মানে- পাপের সাগরে ভাসা।
নব্য প্রেম ঠেলে দিচ্ছে মানুষকে ব্যভিচারের পথে
সমাজ যাচ্ছে রসাতলে, দেশ চলছে উলটো রথে।
বিবাহ হলো উত্তম সমাধান, অবৈধ যৌনতা থেকে মুক্তি
বিবাহিত জীবন ছেলেখেলা নয়, চায় মনেপ্রাণে ভক্তি।
বিয়ের পর পুরুষ- "জীবিত আর বিবাহিত" বলে সর্বজনে
আন্তরিকতায় পারে মিথ্যে প্রমাণ করতে প্রবাদের মানে।
দুজন দুজনকে ভালোবাসবে গড়বে সুখের ঘর
সারাজীবন কেউ কাউকে করবে নাকো পর।
সংসার হবে স্বর্গীয় বাগান মানলে এমন নীতি
দূর হবে যুব সমাজের বিয়ে করার প্রচন্ডরকম ভীতি।
পরকীয়া ক্ষণিকের মোহ, মোহ কাটলেই নাই,
অবৈধ এ সম্পর্ক সোনার সংসার পুড়িয়ে করে ছাই।
থাকতে সময় ফিরে এসো, করো সুপথের সন্ধান
সময় গেলে হয় না সাধন জানে সর্বজন।