বিদ্রোহীরাই জানে শুধু ছিনিয়ে নিতে অধিকার
চুরমার করে দিতে অত্যাচারী শাসকের দূর্গের দ্বার।
কাপুরুষেরা আশায় থাকে ফুটবে কখন দিনের আলো
আলোর মশাল দেখিয়ে দেবে কোনটা কালো, কোনটা ভালো।
তিতুমীর, সূর্য সেনেরা যুগে যুগে উঠবে জেগে
নিষ্পেশনের নাগপাশ থেকে মুক্তি দিতে তুফান বেগে।
কারার ওই লৌহ কপাট ভেঙে চুরে,
দিনের প্রথম আলো হয়ে কোনো এক শুভভোরে!
সেদিন অত্যাচারীর কালো হাত ভেঙে যাবে, গুঁড়ে যাবে
মজলুমেরা অত্যাচারের শিকল থেকে মুক্তি পাবে।
বিদ্রোহী হতেই হবে জীবনে চলার পথে
নইলে ভাসতে হবে খড়কুটোর মতো ভাটির স্রোতে।
প্রেমিককেও বিদ্রোহী হতে হয়, হতে হয় বিপ্লবী
বিপ্লবে গর্জে ওঠে কলম হাতে প্রেমের কবি;
নইলে কলম থমকে যায় অত্যাচারীর অশুভ ইশারায়
তখন, কবিমন খাঁ খাঁ করে বিরান সাহারায়।
জাগো, বাঙালি জাগো! তিমির হননের এই তো সময়
না জাগলে ভবিষ্যত গিলে খাবে অশুভ অমাবস্যায়।
চলো হাতে হাত রেখে সোনার বাংলাদেশ গড়ি,
অন্যায় অবিচারের বিরুদ্ধে চলো সবে ঝাঁপিয়ে পড়ি।