জীবন কয়দিনের বলো!
দুদিনের জীবন।
একদিন জন্মেছ
একদিন মৃত্যুবরণ করবে।
মাঝের দিনগুলো!
আমি ওই দিনগুলোকে জীবন বলি না।
ওই দিনগুলোকে বলি—
এক বুক হতাশা
প্রত্যাশা-প্রাপ্তির জটিল সমীকরণ
‘চাই চাই আরও চাই’ -এর নির্লজ্জ স্লোগান
‘কিছু পেলাম না, কিচ্ছু পেলাম না’ -এর মিথ্যে হাহাকার।
ওই দিনগুলোকে বলি—
আগুনের দিকে পাগলপ্রায় পতঙ্গ যেমন ছুটে চলে
নশ্বর এই পৃথিবীতে মানুষের ছুটে চলা।
মাকড়সা যেমন নিজের জালে আটকা পড়ে মরে;
তেমনি নিজের মোহের জালে আটকা পড়ে
মানুষের ধুঁকে ধুঁকে মরা।
মাঝের দিনগুলোকে আমি জীবন বলতে রাজি নই।
তুমি কি জীবন বলতে চাও?
আমি তো জীবন দেখি না।
দেখি— মরণের হলি খেলা
আত্মার তিলে তিলে শেষ হয়ে যাওয়া।
প্রেম-প্রীতি ভালোবাসার কফিনে মহোল্লাসে
শেষ পেরেকটা ঠুকা।
দেখি— মানুষ হিসেবে জন্মেও অমানুষ হয়ে মরা।
জীবন দুদিনের
একদিন জন্মেছ
একদিন মরতে যাচ্ছ।
মাঝের দিনগুলো পক্ষান্তরে মরণেরই প্রস্তুতি!
এ যেন প্রজাপতির জীবন।
২৬.১০.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।