বন্ধু শরিফ খানকে উৎসর্গ করে আমার ছড়া:
ডাক্তারবাবু
আমাদের ডাক্তারবাবু
করোনায় হয়নি কাবু।
করোনাকে দেখিয়েছে বৃদ্ধাঙ্গুলি
খেলেছে তার সাথে ডাংগুলি।
আবার যাবে চেম্বারে
আসবে রুগি ভীড় করে।
দেবে সেবা দিল্ খুলে
ডাক্তার আর তার টিম মিলে।
আসবে রুগি দূর থেকে বহুদূর
কুষ্টিয়া টু মনোহরপুর।
সেবা দেবে উচ্চ করিয়া শির,
সে আমাদের গ্রামের বীর।