আজব দেশের নব্য রীতি
বলব কী যে আর,
কনের হাতে বর সপে
নারীর নাকি সম-অধিকার!
ডিজিটাল দেশের ডিজিটাল কামড়ে
হলো এ কী ভীমরতি,
প্রাচীনকালের চিরায়ত বিয়ের
বদলে গেল রীতি।
কনে আসলো বরের বাড়ি
আনলো কনেযাত্রী,
বুঝলি না তুই ওরে পুরুষ
তুই হলি হাসির পাত্রী।
শিক্ষাদীক্ষা জ্ঞান গরিমায়
যতই হও দামি,
বিয়ের পরে হবে তুমি
হাউজ হাজবেন্ড স্বামী।
যতই তুমি যুক্তি দেখাও
ঝাড়ো প্রগতিশীলতার বাণী,
সমাজের চোখে একটু হলেও
হয়ে গেছো ফানি।
প্রাচীন প্রথা ভাঙতে ভাঙতে
থামবি কোথায় বল,
একদিন তুই ঠিকই পাবি
পাকামোর কর্মফল।
বি:দ্র: ছড়াটি মেহেরপুর জেলার অন্তর্গত গাংনী থানায় ঘটে যাওয়া একটি বিয়ের বাস্তব কাহিনি নিয়ে রচিত। এ বিয়েতে চুয়াডাঙ্গা থেকে কনেপক্ষ কনেযাত্রী-সহ বরের বাড়ি গাংনীতে এসে বরকে বিয়ে করে নিয়ে যায়।