শুনছ, বাংলাদেশ, আঠারো কোটি জনতার!
আমার মতো মেহনতি মানুষের হাহাকার।
দেশ হলে লকডাউন রাস্তা-ঘাট ফাঁকা
চলবে না আর আমার রিকশার চাকা।
রিকশার চাকা ঘুরিয়ে হররোজ,
যোগাড় করি আমি সংসারের ভোজ।
ধনী লোকেরা তুলে ব্যাংকের টাকা,
করে দিয়েছে চাল ডালের মার্কেট ফাঁকা।
কিনেছে ডিম-ডাল, তেল-মাছ আর মাংশ
তুলে নিয়েছে ফ্লাটের উপর আমারও যেটুকু অংশ।
দেখে মনে হচ্ছে বেহুদ্দুদের কাম,
নিজে বাচিঁলে বাপের নাম।
পণ্যের বাজারে যে লেগেছে আগুন,
ফায়ার সার্ভিসও তা করতে পারবে না নিয়ন্ত্রণ।
সেই আগুন ছড়িয়ে যাবে গরিবের পেটে,
যারা দিনের আহার, করে যোগাড়, গাধার মতো খেটে।
তাদের কথা ভাবার নেই কোনো লোক আর,
সব যেনো হয়ে গেছে সার্কাসের জোকার।
করছে নিজের আর পরিবারের চিন্তা,
কীভাবে কাটাবে সুখে নিজেদের দিনটা।
শুনছ, বাংলাদেশ। ফেরাও তোমার হুশ।
আমারা মেহনতি মানুষ।
সরকারের কথা শুনে যদি ঘরে রই,
ক্ষুধার জ্বালা বলো কী করে সই।
বউ বাচ্চা মারা যাবে ক্ষুধার জ্বালায়,
আমিও মরবো ক্ষুধায়, মরবো না করোনায়।।