লকডাউনে ডাউন সবি
চালু শুধু গরিবের পেট,
একমাত্র ধাড়ি ছাগল বেচে
কিনেছি জিপির ফোরজি নেট।
ঘুরছি ফেসবুকের নিউজফিড
হচ্ছি হতাশ খবরে,
করোনার নীল ছোবলে
লাশের লাইন শ্মশান-কবরে।
পেটে খিদের প্রলয় নৃত্য
বাহিরে টহল বাহিনী,
যার জ্বালা সেই বোঝে
কে শোনে কার কাহিনি?
লকডাউন বেশ তো সফল
লাগামহীন তবু করোনা,
গরিব পিটিয়ে তুলছ ঘরে
ধনীদের তো ধরো না?
শক্তের ভক্ত নরমের যম
আমজনতার এক নীতি,
করোনাকে ডন্ট কেয়ার
লাঠি দেখেই সব ভীতি।
করোনা থেকে বাঁচতে হলে
হও সচেতন নিজ থেকে,
নইলে দেশটা শ্মশান হবে
করোনার বীজ থেকে।
০৫.০৭.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ