এসো তবে ভুলে সব মান-অভিমান
গাই চলো জীবনের ধ্রুপদী গান।
সুনীল আকাশকে বদলে দিয়ে মেঘে
বৃষ্টিস্নানে স্নাত হই গভীর আবেগে।
বৃষ্টি ফোঁটায় ধুয়ে দিয়ে হৃদয়ের কালি
চলো খেলি তুমি-আমি প্রেম প্রেম হলি।
চলো ভাসি ভাটির স্রোত যেদিকে যায়
হারাই চলো দুজনাতে দূর অজানায়।
ধ্রুপদী বেদনাকে চলো ধুয়ে দিই জলে
একেই তো সত্যিকারের প্রেমানন্দ বলে।
জীবনের শত ব্যথা শত কথার মালা
শুনব শুনাব ওগো এই পড়ন্তবেলা।
বেলাশেষে যদি চোখে ঘুম নেমে আসে
বাঁধব দুজনে সুখের ঘর স্বপ্নের দেশে।
স্বপ্নঘোর কেটে গেলে ভোরের আলোয়
জীবন কাটাব দুজন আলোয় আলোয়।
এসো তবে ভুলে সব মান-অভিমান
গাই চলো জীবনের অবিনাশী গান।