বস্ত্রহীনকে বস্ত্র দাও
অন্নহীনকে অন্ন,
নিজেকে বিলিয়ে দাও
মানুষেরি জন্য।
ধনীর ওই সম্পদে আছে
গরিবেরও দাবি,
কেন তবে মিছেমিছি
লাগায়েছ চাবি।
দানে সম্পদ কমে নারে
সম্পদ বাড়ে দানে,
খুলে দ্যাখো হাদিসগ্রন্থ
কী বলে কোরানে?
পরকালে খোদার কাছে
যদি পানাহ্ চাও,
স্রষ্টার সৃষ্টির সেবার মাঝে
নিজেকে বিলাও।
এসো তবে যার যা সাধ্য
দান করি সবে,
তবেই মিলবে স্বর্গসুখ
দুদিনের এ ভবে।
০১.০৫.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।