সবাই যেমন টাকা-পয়সা জমায়
তেমনি আমি দুঃখ জমাব।
বিভিন্ন রঙের দুঃখ— লাল, নীল, সবুজ
বিভিন্ন আকারের দুঃখ— লম্বা, বেটে, মাঝারি।
সকল দুঃখ থাকবে আমার অধিকারে।
আমিই পৃথিবীর সমস্ত দুঃখের একচ্ছত্র মালিক হব।
আর, এটাই হবে আমার একমাত্র আনন্দ।
রেটিনার নোনাজলে ভাসাব প্রমোদ তরি।
আমি কি আর কোনো কিছুর তোয়াক্কা করি?
জানি, তোমার সুখ পিয়াসী মন।
সুখের সন্ধানে আমায় ছেড়ে অন্যকে করেছ আপন,
সুখ সাগরে তুমি ভাসতে আজীবন।
সুখী হও— প্রার্থনা করি সর্বক্ষণ!
সুখ সাগরে ভাসতে ভাসতে যখন
বড্ড বেশি একঘেয়েমি লাগবে;
এক ফোঁটা দুঃখ পেতে মন যখন হবে উতলা—
জেনে রেখ, একান্ত লালিত এ দুঃখ দেবো না এক ফোঁটাও।
মিষ্টি যন্ত্রণায় তোমার কাটবে দিবানিশি।
আর, আমি দুঃখের সাথে সন্ধি করে—
দুঃখের একচ্ছত্র অধিপতি হয়ে—
পৈশাচিক আনন্দ-উল্লাসে উঠব মেতে।
তোমার ভালোবাসা না-পাওয়ার জন্য
আজ আমি হয়েছি নিষ্ঠুর, হয়েছি বন্য।
দুঃখ-ফোঁটা পেতে যতই করো অনুরোধ,
চুকিয়ে নেব তোমার প্রতি চিকন প্রতিশোধ।
১৯.০৮.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।