প্রশাসনের অভিযান ক্যাসিনোর আখড়ায়
এইবার বাছাধন হবে তুমি পাকড়াও।
যারা আগে ভাগে পেয়ে গেছে টের
ফেলে গেছে কালো টাকা ঢের।
গরিবের মাঝে বিলিয়ে দাও টাকা
ঘুরে যাক তাদের ভাগ্যের চাকা।

ফুটবল ক্লাবের এ কী হলো হাল!
অন্দরমহলে জুয়ার চাল?
সংবাদ মাধ্যমে বাফুফের বাণী
এ দায় তারা নেবে না একটুখানি।

বলি-
মাথাপিছু ঋণ হয়, মাথাপিছু আয়
ভাগ করে দাও তবে
মাথা পিছু দায়।
ল্যাটা চুকে যাক,
আমজনতা এমনিতেই নির্বাক।

জনগণের মাথায় ভেঙে কাঠাঁল
কাটাবে বলো আর কতকাল।
দুর্নীতি করে বেড়েছে বেশ বাড়
আর তোমায় দেবো নাকো
একচুলও ছাড়।