খুঁজছি বিবেক রাস্তাঘাটে, খুঁজছি বিলে-খালে
বিবেক তোমায় খুঁজে মরি, তুমি কোথায় গেলে?
নেই বিবেক বিত্তবানের, নেইকো বিবেক রাজার
নেইকো বিবেক বুদ্ধিজীবীর, মাথা মোটা প্রজার।
বিবেকহীন আজ সাধুবাবা, বিবেকহীন তার শিষ্য
বিবেকহীন প্রতাপশালী, আরও বিবেকহীন নিঃস্ব।
বিবেকহীন বিচারক বাবু, সুবিচারের বাণী কাঁদে
দেশের কর্তা বিবেকহীন, তাই দেশটা আজ খাদে।
বিশ্ব-হাতির পায়ের নিচে পিষ্ট হচ্ছে বেচারা মশা
বিশ্ববিবেক কোমায় আছে, তাই তো এমন দশা।
বিবেকহীন তুমি-আমি, বিবেকহীন আমজনতা
বিবেকহীন বিশ্বমোড়ল, নিভৃতে কাঁদে বিশ্বমানবতা।
খুঁজছি প্রচুর পাচ্ছি নাকো বিবেকের ফেরিওয়ালা
আসবে যে জনতার মাঝে সাজিয়ে বিবেক-ডালা।
হারিয়েই কি তবে গেল বিবেক মোহের ধূলিঝড়ে?
নাকি বিবেক ঠাঁই নিয়েছে বিবেকের জাদুঘরে!
০৭.১২.২০২০ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।