তোমার ওই দুচোখের ভাষা করেছিনু ভুল অনুবাদ,
তাই তো এ-জীবন আমার হয়েছে বরবাদ!
আড়চোখের ওই চাহনিকে ভেবেছিলেম প্রেম,
তাই তো প্রেমের দামে সযতনে করুণা পেলেম।
হৃদয়ের লেনা-দেনা আর হলো না, হলো না কিছুই,
তবু অবিরত দিনে ও রাতে হেঁটেছি ভুলের পিছুই।
হৃদয় কি মৌসুমি? বড্ড বেশি জানতে ইচ্ছে করে,
প্রণয় যে আজ পদদলিত নিঠুর মৌন ঝড়ে।
লবণ বিহীন তরকারির মতো বিস্বাদে বাঁচা,
সীমাহীন আকাশ যেন বড্ড বড়ো খাঁচা।
বলো— এভাবে চিকন অসুখে কাটবে কত দিন,
আর কতকাল টানব আমি মিষ্টি ভুলের ঋণ।
২৪.০৭.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ