তোমাকে ভালোবেসে বুঝিলাম অবশেষে
প্রেম বলে কিছু নেই, নেই কিছু এ ধরায়,
আমার কল্পনা তুমি, হৃদয়ের আঁকা ছবি
হৃদ মাঝারে গড়া প্রেমের মূর্তি বলো কীভাবে গুঁড়ায়?
চৈত্রের খরতাপে যতটা পুড়েছি আমি
তার বেশি পুড়েছি আমি অনুতাপের আগুনে,
ভালোবাসা মিছে আশা, হৃদয়ের খেরোখাতা
উড়িয়ে দেবো আমি, উত্তাল ফাগুনে।
নেই তুমি জেনেও আমি খুঁজেছি তোমায় জানো?
খুঁজেছি তোমায় ভীড়ের মাঝে নিত্য দিবা-নিশি,
স্বাক্ষী রাতের ধ্রুবতারা, স্বাক্ষী পথের ধুলো
স্বাক্ষী আছে বনের বৃক্ষ, স্বাক্ষী বৃদ্ধা পিসি।
আজও একাকী রথের মেলায় ঘুরি পাগলবেশে
হয়ত পাব তোমার দেখা, বলব কিছু না-বলা কথা,
হৃদয়কোণে সযতনে, জমিয়ে রেখেছি দিনে দিনে
না-পাওয়ার বেদনার শত অশ্রু, সিন্ধুসম ব্যথা।
তুমি কি বিশ্বাস করো? তোমার বিরহে আজও আঁখি ঝরে
প্রতিটি শ্বাস-প্রশ্বাস তোমারি কথা বলে,
কী সুখের লাগি কীসের তরে, অতীত স্মৃতি সজোরে ঝেড়ে
আমার চোখের সমুখ দিয়ে তুমি গেলে চলে।
পারনি দিতে ফাঁকি, দেখি তোমায় মুদলে আঁখি
স্বপ্নরাজ্যে থাকো তুমি, আমার রানি হয়ে,
সেই রাজ্যে আমি প্রেমের রাজা, বাজা সুখের বাদ্য বাজা
এভাবেই দিনগুলি যাক না আমার বয়ে।