ভালোবাসার দিনে
—শফিকুল ইসলাম
বলি— ভালোবাসার এ দিনে
কিছুটা অধিকারে, কিছুটা ঋণে।
জানো কি তুমি?
এ হৃদয়ে কোথায় তোমার বাস?
কখন চৈত্র, কখন ফাগুন মাস?
হৃদয় পুড়ে যখন হলো খাঁখাঁ,
ডাকে না কোকিল, কাক ডাকে কা কা।
ফেলে গেছে ঝরা পালক, উড়ে গেছে পাখি
জলহীন একাকী ভৈরব, অশ্রুসজল আঁখি।
আশায় থাকি, আবার ফাগুন আসুক!
বেলাশেষে সে আমার পাশে বসুক!
দেখব দুজন ডুবে যাওয়া বেলা
সাঙ্গ হবে দুদিনের এ খেলা!
শেষটা যদি হতো গল্পের মতো
এক জীবনে চাইব আর কত?
১৪.০২.২০২৫ খ্রি.
মেহেরপুর, বাংলাদেশ।