ভালোবেসে সুখী হতে চায় সর্বজনে
প্রেমফুল ফুটাইতে চায় হৃদকোণে।
সভ্যতার আদি থেকে প্রেম ইতিহাস
আধুনিক কালে এসে ছড়ায় সুবাস।
ভালোবাসা স্বর্গ থেকে পৃথিবীতে এসে
মানবের হৃদয়ের রক্তস্রোতে মেশে।
জীবপ্রেম জড়প্রেম ঈশ্বরের প্রেম
মানবের কাটে তাতে ইহকাল ভ্রম।
প্রেমে মেলে বিধাতাকে প্রেমে বিশ্বজয়
ভালোবাসা ছাড়া দামি নাই কিছু নাই।
যুগে যুগে ইতিহাসে প্রেমের কারণে
মৃত্যুনদী পাড়ি দেয় মধুর মরণে।
পৃথিবীর যত প্রেম অকালেতে ঝরে
ভালোবাসা জমা হয় সূর্যটার পরে।
সূর্যমামা বেদনাই হয়েছে যে লাল
ভালোবাসা রং ছড়ায় সকাল-বিকাল।
ভালোবাসা-ইতিহাস আদিম পুরনো
প্রেম সেতো আবেগের চাদরে মোড়ানো।
ভালোবাসা নিয়ে কত আছে ইতিহাস
আছে বহু রূপকথা আছে ফিসফাস।
প্রেমে যারা সপে দেয় দেহ-মনখানি
ভালোবাসা সুধাবারি সূর্য দেয় আনি।
শুনালাম রূপকথা— জানি সত্য নয়
ভালোবাসা দ্বারা সবি করা যায় জয়।