ভালোবাসা শুধু দিতেই জানে; তুমি তা প্রমাণ করেছ।
আমার কষ্টে তুমি সমব্যথী হয়েছ।
যখন একাকিত্বের সাগরে বইঠা বিহীন নৌকোর মতো
আমি ভেসেছি গন্তব্যহীনভাবে;
তখন তুমি আমায় আশার আলো দেখিয়েছ।
আমার সকল ভালো-মন্দ তুমি নিজের করে নিয়েছ।
নিজেকে উজাড় করে দিয়েছ আমার তরে।
প্রমাণ করেছ- ভালোবাসা শুধু দিতেই জানে।
আমার প্রতি তোমার সুপ্ত বাসনা তুমি প্রকাশ করোনি।
ডালিমের মতো আড়াল করে রেখেছ
না-পাওয়ার দগদগে লাল ক্ষতকে।
আমাতেই তুমি বিলিয়ে দিয়েছ সবকিছু।
তোমার ভালোবাসার গোলাপকে আমি পায়ে মাড়িয়েছি;
তাই হয়তো আমার বাগানে আর গোলাপ ফোটে না।
জলের মাঝে বাস করে আমি এখন পিপাসায় মরি,
সবার মাঝে থেকেও এখন আমি-
একাকিত্বের যন্ত্রণায় ছটফট করে মরি।
জানি তোমার না-পাওয়ার বেদনার দীর্ঘশ্বাস
আমার জীবনবাগানের সকল মুকুল ঝরিয়ে দিয়েছে।
তোমার জীবনের না-পাওয়ার নীরব হাহাকার
আমার জীবনে বয়ে এনেছে অশান্তির সরব আর্তচিৎকার।
এটা আমারই দোষ, আমারই কর্মফল।
তোমার ভালোবাসার মূল্য আমি বুঝিনি
তাই তোমায় আপন করে পারিনি নিতে।
এবার তোমার ভালোবাসার মূল্য চুকাব।
আমার জীবনের সকল সুখ-শান্তির বিনিময়ে
সৃষ্টিকর্তার কাছে তোমার জন্য সুখ চেয়ে নেব।
সুখ চেয়ে নেব ইহকালে, পরকালে;
আর জেনো- তোমার ভালোবাসার যোগ্য আমি নই।