এক পৃথিবী দুঃখ নিয়ে বেলাশেষে কাছে এসে
কোনো এক গোধূলি বেলায় খুব নিরালায়,
জানালার ওপাশ থেকে বললে ডেকে ইশারাতে
বড্ড বেশি ভালোবাসি আজও তোমায়।
বললে- জীবনের খেলাঘরে পরকে আপন করে
মোহের আলোকছটায় পাগলপ্রায় পতঙ্গ হয়ে,
জীবনের পানসে ভীষণ দিনগুলিকে সঙ্গী করে
জীবন আমার জীবনের নিয়মে যাচ্ছে বয়ে।
বললাম আমি- জীবনের এ বেলাতে ব্যস্ত ভীষণ
তোমার কসম, মাথার কিরে!
চারপাশের কত আপনজন, মায়ার বাঁধন,
আমাকে যে রেখেছে ঘিরে!
সম্পর্কের শত প্রাচীর ভেঙে তোমার প্রেমে
কীভাবে দেবো সাড়া,
যদিও প্রতিদিন প্রতিক্ষণে পাগল মনে
দিয়ে যায় বেজায় নাড়া।
বেলাশেষের আবছা আলোয় লাগছে ভালো-ই
খেলাঘরের খেলনাগুলি,
প্রথম যৌবনের উত্তাল দিনের কত স্মৃতি পড়ছে মনে
বলো তা কেমনে ভুলি?
স্মৃতিরা থাক না শুধুই স্মৃতি হয়ে
জীবনটা যাক না বয়ে নিজ মর্জিতে,
রেখ না আমায় তুমি, তোমার সকল প্রার্থনাতে
পারব না দিতে সাড়া হৃদয় কাড়া আর্জিতে।