মাঝে মাঝে অবুঝ মন উতলা হয়।
মনটাকে এই বলে সান্ত্বনা দেই যে,
তোমার বিরহ যতটা উপভোগ করি
তোমায় পাওয়াটা এতটা উপভোগ্য নাও হতে পারত।
মনটা চেঁচিয়ে জবাব দেয়
বলে, তোমায় পেয়ে আগুনে পুড়েও নাকি শান্তি!
কী করি হায়! বেহায়া মনটাও বুঝা দায়।
তোমার প্রেমের অগ্নিশিখার চারপাশে
পতঙ্গের মতো ঘুরেছি চিরদিন;
পৃথিবী যেমন সূর্যকে পরিভ্রমণ করে।
উল্কা যেমন পৃথিবীতে খসে পড়ে,
আমিও তেমনি লাফিয়ে পড়েছি সে অগ্নিশিখায়।
তোমার প্রেম-বিরহে অঙ্গার হয়েছি।
তবুও ভেবেছি, এতেই আমি ধন্য হলাম।
বোঝে না, কিচ্ছু বোঝে না বেহায়া মন।
১৪.০১.২০২১ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।