সুপারসনিক গতিতে বাড়ছে
নিত্যপণ্যের দাম,
দুবেলা দুমুঠো খেয়ে বাঁচা
বড্ড কঠিন কাম।
গরিবের মুখের দুবেলা দুমুঠো ভাত
ডাল-আলুর জিম্মাদার,
অসৎ সিন্ডিকেটের হোতা
আর, লোভী আড়তদার।
দেখে গোল আলু, পেঁয়াজ, মরিচ-সহ
নিত্যপণ্যের দামের ঝাঁজ,
নিম্নবিত্ত-মধ্যবিত্ত ক্রেতার মাথায়
পড়ছে যেন বাজ।
মোটা চালের দাম যেন
সুতোকাটা ঘুড়ির মতো,
জানি না আমি, জানে না কেউ
এ দাম ঠেকবে গিয়ে কত!
গরিব ও মেহনতি জনতার
সারাদিনের কামাই,
সবজির বাজারে গেলেই
আর নাই, অবশিষ্ট নাই।
এভাবে আর চলবে কত
মিথ্যে সংকটের কারসাজি,
দেয়ালে পিঠ ঠেকে গেছে
জবাব চাই, জবাব দিতে হবে আজি।