জীবনের সাগর পাড়ে প্রতি ভোরে ছুটে গেছি
সাগরের বুক হতে কীভাবে সূর্য ওঠে দেখব বলে।
আমার ঘুম ভাঙার আগেই প্রতিদিনই সূর্যের ঘুম ভেঙেছে।
চাঁদের কোমল আলোর বিছানা ছেড়ে
আমার আগেই জেগে উঠেছে প্রতিদিন প্রতি ভোরে।
ঘুম ঘুম চোখে চেয়ে দেখেছি ঘুমহীন তেজি সূর্য
কাম ঘোর, ঘুম ঘোর যদি নাই কাটাতে পারি,
তবে, তেজি সূর্যের সাথে কীভাবে দেবো পাল্লা!
জীবন দৌড়ে বার বার পিছিয়ে পড়েছি,
আর, বার বার নিজের ভাগ্যকেই দিয়েছি অভিসম্পাত!
জীবনের ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ না-করেই
দৌড়বিদ হতে চেয়েছি। কী বোকামি বলো!
জীবন নামক জমিনে শস্যবীজ বপন না-করেই
ফলাতে চেয়েছি সোনালি ফসল।
প্রেমিক হতে চেষ্টা করিনি কোনোদিন; অথচ
প্রেমিকার উষ্ণ আলিঙ্গন প্রত্যাশা করেছি আজীবন।
জীবনযুদ্ধের ময়দান থেকে পরাজিত সৈনিকের মতো,
কাপুরুষের মতো পালিয়ে এসেছি প্রাণভয়ে,
অথচ, চেয়েছি জীবন আমার মাথায় পরিয়ে দিক
বিজয়ের মুকুট!
জীবন যদি সত্যিসত্যিই আমার সব চাওয়া পূরণ করে দেয়,
তবে কি আমি নিজেকে জয়ী ভাবতে পারব?
নিজের কাছে নিজেই কোন মুখ নিয়ে দাঁড়াব!
সবার সাথে প্রবঞ্চনা করা গেলেও
নিজের বিবেকের কাছে কী জবাব দেবো?
আত্মপ্রবঞ্চনা! সেটা কি সম্ভাব?