তুমি আমায় নিষ্ঠুর, নির্দয়, পাথর-হৃদয় তকমা দিয়েছ;
কষ্টের সময়, দুঃখের সময় কাছে পাওনি বলে—
অভিযোগ করেছ
অভিমান করেছ।
তুমি বলেছ, তোমার চোখের জল মুছে দিতে আমার দুহাত কেন বাড়িয়ে দেয়নি?
কেন আমি দেখা দিয়েছি শুধু তোমার সুখের লগনে?
কিন্তু তুমি আজও বুঝলে না যে, তোমার অশ্রুসিক্ত চোখের দিকে তাকানোর মতো হৃদয়ের শক্তি আমার কোনোদিনই ছিল না।
এতটা দুঃসাহস আমার কোনোদিনই হবে না।
২৩.০৭.২০২৩ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।