কোথাও কেউ নেই
রাস্তা-ঘাট ফাঁকা,
রেল ফাঁকা, বাস ফাঁকা, ফাঁকা বড়ো বড়ো লঞ্চ,
ফাঁকা খেলার মাঠ, ফাঁকা উদ্যান,
ফাঁকা পড়ে আছে পার্কের বেঞ্চ,
তুমি হীনা ফাঁকা এ হৃদয়।
তোমার হৃদয়ে চলছে অঘোষিত লকডাউন।
তুমি নেই বলে তাই
একাকিত্বের যন্ত্রণায় ছটফট করি দিবানিশি;
যেনো করোনায় আক্রান্ত আজ আমার হৃদয়
আর তুমি কি না আমায় প্রবঞ্চক কবি বলো?
আমি কবি নই
কিন্তু তোমার বিরহ এ হৃদয়ে কাব্য আনে
শুধুই নিরস কাব্য আনে।
আনে না সুর তাল লয়
তোমার মতো তারাও দিয়েছে আড়ি
তাইতো আমার জীবন বীণা বড্ড বেসুরে বাজে।
কবিতার ছন্দরা আমায় দেখে অবজ্ঞায় হাসে
তুমিই যখন আমায় বুঝলে না;
জীবনকে আর কী দোষ দেবো বলো!
জীবন আর তুমিতো একই সত্তা।
তুমি চলে গেছ দেখে জীবন থেকে চলে গেছে
সুখ, আনন্দ, বেঁচে থাকার রসদ।
তাই, এবার দুঃখকে দত্তক নেব
সে আমায় ছেড়ে যাবে না কোনোদিন
হলফ করে বলতে পারি আমি।
তবুও আমি অপেক্ষায় আছি-
বড়ো আধীর আগ্রহে চেয়ে আছি
হয়তো করোনার ওপারে তোমাকে পাবো
আর পাবো করোনামুক্ত সুন্দর পৃথিবী।